![পলাশবাড়ীতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/sova_abnews_136062.jpg)
পলাশবাড়ী (গাইবান্ধা), ২০ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে এক মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বরিশাল ইউপি’র মাদক পল্লী রাইগ্রাম চৌমাথায় আজ শুক্রবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আলহাজ্ব আনছার আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ. সামাদ ভোলা মাষ্টার, প্রভাষক আব্দুল জলিল।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান মাষ্টার, আবুল কালাম আজাদ, শাহ আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আ. সামাদ, মাদক বিরোধী মতবিনিময় সভার আহ্বায়ক মিলন মন্ডল, এলাকাবাসীর পক্ষে জামিরুল ইসলাম, আউয়াল প্রধান, আনছার আলী ও আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জুনদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রাজু।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি