বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পার্বতীপুরে ধান ক্ষেত ঔষধ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পার্বতীপুরে ধান ক্ষেত ঔষধ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পার্বতীপুরে ধান ক্ষেত ঔষধ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পার্বতীপুর (দিনাজপুর), ২০ এপ্রিল, এবিনিউজ : পার্বতীপুরে জমি জমা সংক্রান্তে ও পূর্বের শত্রুতার জের ধরে রোপন কৃত ইরি বোরো ধানে বিষাক্ত ঔষধ ছিটিয়ে প্রায় ৫ একর জমির ধান পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর মৌজায়। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষরা উঠতি ইরিবোরো ধানে বিষাক্ত ঔষধ ছিটিয়ে আবাদি ধান নষ্ট করেছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা হলেন- ওয়াজেদ আলী, রাকিবুর, গোলাম রব্বানী, সামছুল হক, মমিনুল ইসলাম, ছালাম আলী, রিয়াজুল ইসলাম, আবুল কাশেম ও আলতাব হোসেন। হাবিবপুর মৌজার ২ একর ৩৭ শতক জমিতে পূর্বের বিরোধ থাকায় এ ঘটনাটির আর্বিভাব।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছাবেনুর রহমানকে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অবহিত করেছেন। ক্ষতিগ্রস্তরা বিষয় মামলা প্রস্তুতি চলছে। ঐ এলাকায় ক্ষতিগ্রস্তকরা আতঙ্কের মধ্যে দিনাতি পাত করছে।

যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত