![গাছ চুরির অপরাধে দুইজনের জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/joriman-abn_136072.jpg)
ফরিদপুর, ২০ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে সরকারি গাছ চুরির অপরাধে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এ রায় দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রুপা রায় উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মাহফুজ খাঁ ও পূর্বপাড়ার টিটুল শেখ। টগরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমান হাসান উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। পরে তদন্ত করে বিষয়টি সতত্য পাওয়ার দোষীদের শাস্তি দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে টগরবন্দ ইউনিয়নের নন্দিগ্রামে রাস্তার দু পাশে ২২-২৩টি সরকারি গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। এর মধ্যে ছিল বাবলা, রেইনট্রি ও শিশু গাছ। এসব গাছের বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় তারা গোপালপুর বাজারের একটি সমিল থেকে গাছগুলো উদ্ধার করা হয়। পরে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, ‘সরকারি গাছ চুরির অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করে গাছগুলো উদ্ধার করেছি। পরে দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়েছে।’
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর