![সোনাগাজীতে বজ্রপাতে শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/bojropat_136075.jpg)
সোনাগাজী (ফেনী), ২০ এপ্রিল, এবিনিউজ : সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউপির দৌলতকান্দি গ্রামে আজ শুক্রবার সকালে বজ্রপাতে কামাল উদ্দিন (মান্না) নামে ১০ বছরের শিশু নিহত হয়েছে।
নিহত মান্না ওই গ্রামের শুক্কুরের দোকান সংলগ্ন আজিজুল হক হাফেজ বাড়ির মাইন উদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে দৌলতকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বজ্রপাতে শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি