![সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোল উৎসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/khabar_abnews_136076.jpg)
সিরাজগঞ্জ, ২০ এপ্রিল, এবিনিউজ : প্রভাতে হাঁটুন, ওষুধিগুণ সম্পন্ন খাবার খান, সুস্থ্য থাকুন- এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের পাশে ঐহিত্যবাহী ঘোল উৎসব পালিত হয়েছে। সিরাজগঞ্জ প্রভাতী সংঘের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ ঘোল উৎসবের উদ্বোধন করেন।
পরে সাংবাদিক এনামুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ, অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, অধ্যক্ষ এম.এ. মাসউদ মুক্তা, ঘোল ব্যবসায়ী আব্দুল মালেক খাঁন ও আব্দুল খালেক প্রমুখ।
সিরাজগঞ্জ প্রভাতী সংঘের সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার জানান, ১৯২২ সাল থেকে ঐতিহ্যবাহী সলপের ঘোল ট্রেনযোগে ভারতের কলকাতাসহ বিভিন্ন এলাকায় রপ্তানি করা হতো। স্বাদে ও ঘনত্বে এ ঘোল সকলের কাছে সুনাম অর্জন করায় এপি একটি শিল্প হিসেবে পরিচিত ছিল। কালের পরিক্রমায় এ শিল্প বিলুপ্ত পথে।
২০০৫ সাল থেকে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিবছর বৈশাখের প্রথম শুক্রবার এ ঘোল উৎসব অনুষ্ঠিত হয়।
এবিএন/এস এম তফিজ উদ্দিন/জসিম/এমসি