বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জের চরাঞ্চলে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ, ২০ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে কাল বৈশাখী ঝড়ে কাঁচা ঘর বাড়ি ও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ২ জন মহিলাসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর পশ্চিম কোণ থেকে উঠে আসা কাল বৈশাখী ঝড় চৌহালী উপজেলার উপর দিয়ে বয়ে যায়। এতে বিশেষ করে খাসপুকুরিয়া দক্ষিণ গ্রামটি লন্ডভন্ড হয়ে গেছে। এ গ্রামসহ অন্যন্য গ্রামের শতাধিত কাচাঁ ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আনিছুর রহমান ঝড় কবলিত খাসপুকুরিয়া গ্রামসহ রেহায় পুকুরিয়া ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। তিনি বিকেলে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে নগদ ৫শত টাকা ও শুকনা খাবার বিতরণ করেছেন।

পরবতিতে ক্ষতিগ্রস্তদর পুর্নবাসন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস এম তফিজ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত