বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বোদায় নিজে মার্কেট বসিয়ে পরে উকিল নোটিশ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বোদায় নিজে মার্কেট বসিয়ে পরে উকিল নোটিশ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বোদায় নিজে মার্কেট বসিয়ে পরে উকিল নোটিশ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বোদা (পঞ্চগড়), ২০ এপ্রিল এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুন বেগুনী গ্রামের চার রাস্তার মোড়ে গত কয়েক মাস আগে একটি মার্কেট গড়ে উঠে। প্রথমে মার্কেটটি ইঞ্জিনিয়ার মার্কেট হিসেবে পরিচিতি পায়। মার্কেট চালুর কিছু দিন পর এই ইঞ্জিনিয়ার মার্কেটের জমির মালিক আশরাফুল আলম তার মায়ের নামে আমেনা মার্কেট নামকরণ করে বাজারে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন। এভাবে কয়েক মাস মার্কেটটি চলতে থাকে। হঠাৎ গত বৃহস্পতিবার এই মার্কেটের ১৭ জন দোকানদের নামে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে।

উকিল নোটিশ হাতে পেয়ে ঐ আমেনা মার্কেটের দোকানদারা স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিবগদের ডেকে নিয়ে এর প্রতিবাদ জানান, তারা বলে উক্ত আমেনা মার্কেটের জমির মালিক অন্যায় ভাবে আমাদের উপর উকিল নোটিশ পাটিয়েছেন এবং আমাদের উক্ত মার্কেট হতে উচ্ছেদ করার পায়তারা করছেন। ঘটনাস্থলে পরিদর্শনে গেলে উক্ত মার্কেটের দোকানদাররা জানান, তারা কয়েক মাস ধরে নতুন মার্কেট দিয়ে একটি নতুন বাজার করেছে। উক্ত বাজারের স্থানীয় লোকজন নিয়মিত আসা যাওয়া সহ প্রয়োজনীয় সকল কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয়-বিক্রয় করছেন।

স্থানীয় জনগণের সুবিধার জন উক্ত বাজারটি নতুন করে চালু করা হয়েছে। বাজারে আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সমর্থনে এই বাজারটি চালুর সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাজারে দোকনদাররা বলেন বর্তমানে দোকনগুলো বন্দ করে দিলে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। কারণ দোকান করতে গিয়ে স্থানীয় মানুষদের কাছে তাদের অনেক পাওনা রয়েছে। তাই তারা মার্কেটের মালিকের অবৈধ অন্যায় ভাবে নোটিশ এর প্রতিবাদ জানান।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত