![গোবিন্দগঞ্জে সাংবাদিক নির্যাতনকারীর শাস্তি দাবী রিপোর্টার্স ফোরামের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/abnews-24.bb_136088.jpg)
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা ), ২০ এপ্রিল এবিনিউজ : রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে নির্যাতনকারী এস আই মাহাবুবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিবাদ সভা।
গত বুধবার বেলা সোয়া ১১ টার সাংবাদিক সাইদুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে রাজশাহীর কাজীহাটা এলাকায় বিবাদমান বাসভবনে যায়। সেখানে উপস্থিত রাজপাড়া থানার এস আই মাহাবুব সাংবাদিককে দেখে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করতে করতে পুলিশ ভ্যানে থানায় নিয়ে আসে। সাংবাদিক নির্যাতনকারী এই এস আই মাহাবুবের এই ঘৃর্নত কাজের জন্য তীব্র নিন্দা,ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম।
আজ শুক্রবার বিকাল ৩ টায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত ,
কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, নূর আলম আকন্দ, মিজানুর রহমান প্রধান, আব্দুর রাজ্জাক , আলমগীর হোসেন , রায়হান ফরহাদ লিখন,সাইদূল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমূখ। বক্তব্যে কলম সৈনিক নেতৃবৃন্দ রাজপাড়া থানার এস আই মাহাবুবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা