বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে ১২ দিনেও সন্ধান মেলেনি এক প্রতিবন্ধী মহিলার

ডোমারে ১২ দিনেও সন্ধান মেলেনি এক প্রতিবন্ধী মহিলার

ডোমারে ১২ দিনেও সন্ধান মেলেনি এক প্রতিবন্ধী মহিলার

নীলফামারী, ২০ এপ্রিল এবিনিউজ : নীলফামারীর ডোমারে ১২ দিনেও খোজ মেলেনি প্রতিবন্ধী নুরেজা খাতুনের(২৫)। গত ৯ এপ্রিল দুপুর থেকে তার বড় ভাই মমিনুর রহমানের ডোমার সদর ইউনিয়নের পুর্ব চিকনমাটি হুজুরপাড়া গ্রামের বাসা থেকে খুজে পাওয়া যাচ্ছেনা। নুরেজা খাতুন ডোমার উপজেলার সদর ইউনিয়নের পুর্ব চিকনমাটি হুজুরপাড়া গ্রামের মোঃ কফিল উদ্দিনের মেয়ে। সে মানসিক প্রতিবন্ধী।

নুরেজার ভাবী রুপালী বেগম জানান, ৮ এপ্রিল তাকে আমার ননদের বাড়ী সোনাহার থেকে নিয়ে আসি। পরদিন সকালে সে নাস্তা করে বাড়ীর বাইরে বসে ছিল। দুপুর ১২টা পর্যন্ত তাকে সেখানে বসে থাকতে দেখেছি। এরপর রান্না করে বাইরে এসে তাকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করি। অনেকক্ষন ডাকার পর বাড়ীতে না আসায় আমি বাইরে এসে দেখতে পাই সে নেই। মনে করেছিলাম পাশের বাড়ীতে গেছে। পাড়ার সবার বাড়ীতে খোজ করলেও তাকে পাওয়া যায়নি। সাড়াগ্রাম খুজেও মেলেনি তার খোজ।

তার সন্ধান না পাওয়ায় আত্মীয় স্বজনের বাসা থেকে শুরু করে সব জায়গায় খবর নিলেও তার সন্ধান না পাওয়ায় চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি অবগত করে তার সন্ধানের জন্য ডোমার শহরে মাইক দিয়ে প্রচারনা চালাই। আজ ১২ দিন অতিবাহিত হলেও তাকে খুজে পাওয়া যায়নি।নুরেজার ভাই মমিনুর রহমান জানান,তার বোন মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী। সে বাড়ীর বাইরে কখনো যায়নি।

হঠাৎ করে গত ৯ এপ্রিল দুপুর থেকে তার খোজ পাওয়া যাচ্ছেনা। সে বাড়ীতেই ছিল। হয়ত রাস্তা দিয়ে ভুল পথে সে কোথাও চলে যেতে পারে। যে দিন থেকে সে নিখোজ সেদিন তার পরনে লাল ফরগ ছিল। তার চুল ছোট। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭১৯০৬২২৭১ নতুবা ০১৭৩৫০১৩৮৪২ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেছেন।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত