![কোচ-অধিনায়ক নিয়োগে তাড়া নেই অস্ট্রেলিয়ার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/ca_136093.jpg)
ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : নতুন কোচ ও ওয়ানডে অধিনায়ক নির্বাচনে তাড়াহুড়া করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।
দলের আসন্ন ইংল্যান্ড সফরের আগে নতুন কোচ ও সিমিত ওভারের অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে আজ জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান ডেভিড পিভার।
দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর ড্যারেন লেহম্যান পদত্যাগের ঘোষণা দেয়ার পর থেকে পুরুষ দলের নতুন কোচ খুঁজছে সিএ। ন্যক্কারজনক এ ঘটনার দায়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার উভয়কেই এক বছরের জন্য নিষিদ্ধ করে অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচের জন্য উইকেটরক্ষক টিম পাইনকে অধিনায়ক নির্বাচিত করা হয়। তবে তাকে কেবলমাত্র টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয়।
বোর্ড সভা শেষে এক বিবৃতিতে পিভার বলেন, ‘বোর্ড পুরুষ দলের প্রধান কোচ ও ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়ক প্রার্থীদের নামের সুপারিশ চেয়েছে।’
‘ওয়ানডে দলের ইংল্যান্ড সফরের আগে নিয়োগ দেয়ার লক্ষ্য থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সুপারিশ চায় বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’
আগামী জুনে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলের পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলার সূচি রয়েছে।
সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে ইতোমধ্যেই দলের প্রধান কোচ নিয়োগ দেয়া হয়েছে বলে এ সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরকে অস্বীকার করেছে সিএ।
টপ অর্ডার ব্যাটসম্যান এ্যারন ফিঞ্চ সিমিত ওভার দলের অধিনায়কত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এবিএন/জনি/জসিম/জেডি