বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

ময়মনসিংহ, ২০ এপ্রিল, এবিনিউজ : সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারি দল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য নাগরিকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন যদি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন তবেই দেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

আজ শুক্রবার দুপুরে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন এর ময়মনসিংহ বিভাগীয় পরিকল্পনা সভায় এ সব কথা বলেন তিনি।

জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুজনের ময়মনসিংহ শাখার সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেখ বাহার মজুমদার ও শ্যামলেন্দু পাল।

তবে সভায় উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাঈল, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার সকল নেতারা।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত