![কন্টের শততম ম্যাচে জয় পেয়েছে চেলসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/chelsea-vs-burnley_136097.jpg)
ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : চেলসির কোচ হিসেবে বৃহস্পতিবার শততম ম্যাচে দায়িত্ব পালন করলেন এন্টনিও কনটে। প্রিমিয়ার লীগের ওই ম্যাচে স্বাগতিক বার্নলিকে ২-১ গোলে পরাজিত করেছে লন্ডনের ক্লাবটি।
টার্ফ মুরের এই জয়ে এ্যাওয়ে ম্যাচে টানা জয়ের নজিরও স্থাপন করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়ে প্রথম মৌসুমে শিরোপা এনে দেয়ার সুযোগ সৃস্টি করতে না পারলেও অসাধারণ দক্ষতা দেখিয়ে ইতালীয় কোচ ক্লাবটিতে দীর্ঘ সময় কাটানোর একটি মঞ্চ এরই মাধ্যমে তৈরি করে নিয়েছেন।
যদিও দলের সফলতার রেকর্ডে এগিয়ে রয়েছেন দুই দফা ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালনকারী কোচ হোসে মরিনহো। কন্টের ৬৫ শতাংশ সফলতার বিপরীতে মরিনহোর সফলতার পরিমান ৭২ শতাংশ। আগামী রোববার ওয়েম্বলিতে ১০১ তম ম্যাচে দায়িত্ব পালন করবেন কন্টে। এফ এ কাপের ওই সেমি-ফাইনালে চেলসির প্রতিপক্ষ সাউদাম্পটন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ২০তম মিনিটে কেভিন লংয়ের আত্মঘাতি গোলে এগিয়ে যায় চেলসি। বার্নলির ওই ডিফেন্ডার নিজ গোলপোস্টের লাইনে দাঁড়িয়ে গ্যারি চাহিলের দূরপাল্লার ক্রসের বল ফিরিয়ে দিতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন (০-১)।
ম্যাচের ৬৪তম মিনিটে এ্যাশলে বার্নেসের একক প্রচেস্টার গোলে সমতা ফিরে পায় বার্নলি (১-১)। এটি ছিল প্রিমিয়ার লীগে তার অষ্টম গোল। তবে ৫ মিনিটের মধ্যেই গোল করে চেলসিকে লিড এনে দেন ভিক্টর মসেস। তার ৬৯তম মিনিটের গোলটি চেলসিকে এনে দিয়েছে শীর্ষ চারে থাকার ক্ষীণ সম্ভাবনা। কারণ, এই জয়ের ফলে চেলসি পৌঁছে গেছে লন্ডনের নগর প্রতিদ্বন্দ্বী টোটেনহ্যাম হটস্পার্সের ৫ পয়েন্টের মধ্যে। ক্লাবটি বর্তমানে শীর্ষ চারে অবস্থান করছে। লীগের শীর্ষ চারে স্থান পাওয়া ক্লাব গুলো সুযোগ পাবে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহনের।
এদিন অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে গোল শুন্য ড্র করেছে লিস্টার সিটি ও সাউদাম্পটন।
এবিএন/জনি/জসিম/জেডি