![ফেনীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/star-line_136101.jpg)
ছাগলনাইয়া (ফেনী), ২০ এপ্রিল, এবিনিউজ : জেলার ছাগলনাইয়া উপজেলায় কাল বৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ।
তবে তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চট্টগ্রামগামী একটি বাস ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটিও রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, নিহত তিন মোটরসাইকেল আরোহী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
এবিএন/জনি/জসিম/জেডি