শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহের ফুলপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ, ২০ এপ্রিল এবিনিউজ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রামে আম গাছ থেকে মো. হোজেল মিয়া (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। এ মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

জানা যায়, ফুলপুর উপজেলার কুলিরকান্দা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. হোজেল মিয়া ( ১৭) ভাইটকান্দি বাজারে একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করিত। আজ শুক্রবার ভোরে তার মা জরিফুল নামাজ শেষ করে বাড়ির পাশে ফসলি জমি দেখকে গিয়ে পাশে আম গাছে পুত্র হোজেলের ঝুলন্ত লাশ দেখতে পান। সাথে সাথে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে ঝুলন্ত লাশ দেখেন।

বৃহস্পতিবার রাতে যে কোন সময় এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক লাশ দেখতে ভিড় করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ও টর্চলাইট পড়েছিল। ঝুলন্ত লাশটির পা মাটিতে লাগানো ও বাকাঁ ছিল।

এতে এই মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফুলপুর থানার ওসি একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝুলন্ত দেহের রশি লম্বা হয়ে পা মাটিতে লেগে থাকতে পারে। সবকিছু মাথায় রেখে পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত