শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাজাপ্রাপ্ত আসামীসহ ভালুকায় গ্রেফতার ২

সাজাপ্রাপ্ত আসামীসহ ভালুকায় গ্রেফতার ২

ময়মনসিংহ, ২০ এপ্রিল এবিনিউজ : ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার মামলার যাবত জীবন ও মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও এস.আই জহুরুল হকের নেতৃত্বে উপজেলার বাশিল এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী জেসমিন আক্তার হত্যার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ড ভান্ডাব এলাকার বাসিন্দা জবান আল মোল্লাহ’র ছেলে ইব্রাহীম মোল্লাহ (৪০)কে ও একই রাতে ভান্ডাব এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী জয়নাল শেখের ছেলে মানিক (৪২)কে গ্রেফতার করে। মানিক ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা।

ইব্রাহীম মোল্লাহ ২০০৫ সালে তার স্ত্রী জেমিনকে বিষাক্ত ইনজেশন পোশ করে অজ্ঞান করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ছিল। তাঁর অনুপস্থিতে আদালত ময়মনসিংহ অতিরিক্ত দায়েরা জজ মোঃ জহিরুল কবীর যাবত জীবন সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত