শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে এইচএসসি প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে ৩ প্রতারক আটক

রাজবাড়ীতে এইচএসসি প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে ৩ প্রতারক আটক

রাজবাড়ীতে এইচএসসি প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে ৩ প্রতারক আটক

রাজবাড়ী, ২০ এপ্রিল এবিনিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের ০৩ সদস্য কে আটক করেছে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। আজ ২০ এপ্রিল দুপুর দেড়টার দিকে র‌্যাব এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা মোঃ ইমামুল ইসলাম(২০), পিতা-মো. আ. মালেক, সাং-সোনাকান্দর, ডাকঘরঃ নাড়–য়া, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এ/পি সাং-মহেশপুর, ডাকঘরঃ মালাইনগর, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা, ২। মোঃ হাসিবুল ইসলাম(২১), পিতা. আহাম্মদ মোল্লা, সাং-সোনাকান্দর, ডাকঘরঃ নাড়–য়া, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এ/পি সাং-মহেশপুর, ডাকঘরঃ মালাইনগর, থানাঃ শ্রীপুর, জেলা. মাগুরা, ৩। মোঃ শাহিদুল ইসলাম(১৯), পিতাঃ মোঃ পান্নু ফকির, সাং-মরাবিলা, ডাকঘর. ঘিকমলা, থানা. বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী।

এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল সেট ও ০৯টি সিম কার্ড জব্দ করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ইমামুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম ও মোঃ শাহিদুল ইসলাম নারুয়া মনসুর আলী কলেজের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তারা প্রতারনার উদ্দেশ্যে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একাধিক ওয়েব পেইজ চালু করে। ইতোমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজেদের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।

এ সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে ২০ এপ্রিল দেড়টার দিকে নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিগণকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, তারা উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিগণকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত