বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মৌসুম শেষে আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার!

মৌসুম শেষে আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার!

ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : টানা ২২টি বছর। দীর্ঘ এই সময়ে তিনি কোচ থেকে হয়ে উঠেছিলেন আর্সেনালের অভিভাবক। আর্সেনাল নামের ক্লাবটিকে তিনি ঠাঁই দিয়েছিলেন হৃদয়ে। আর্সেন ওয়েঙ্গার ছিলেন আর্সেনাল নামের ফুটবলের স্কুলের দক্ষ প্রধান শিক্ষক। ছিলেন বলতে এখনো আছেন। কিন্তু আগামী মৌসুমেই আর থাকবেন না। এই মৌসুম শেষেই আর্সেনালের কোচের পদ থেকে সরে যাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার।

বিচ্ছেদের এই আগাম ঘোষণাটা দিয়েছেন ওয়েঙ্গার নিজেই। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে আর্সেনালের ফরাসি কোচ নিজেই বলেছেন, এই মৌসুমই শেষ। মৌসুম শেষেই তিনি বিদায় নেবেন ‘আপনের চেয়েও আপন ঘর’ বানিয়ে ফেলা এমিরেটস থেকে। ঘোষণাটা দেওয়ার সময় ওয়েঙ্গারের হৃদয়েও যে রক্তক্ষরণ হচ্ছিল, সেটা নিশ্চিত।

তার অভিব্যক্তিই বলে দিচ্ছিল তার হৃদয়ের তোলপাড় চিত্রের কথা। সংবাদ সম্মেলনে বিদায়ের আগাম ঘোষণাটা দেওয়ার সময় ওয়েঙ্গারের কণ্ঠ ছিল ভেজা।কথা বলছিলেন খুব নরম সুরে। আর বারবার চোখ-মুখ মুছছিলেন, দিশেহারার মতো তাকাচ্ছিলেন এদিক-ওদিক। ‘আপন ঘর’ ছাড়ার ঘোষণাটা নিশ্চিতভাবেই পোড়চ্ছিল তাকে।

ক্লাব আর্সেনালের শুভ কামনা করে বিদায়ী ঘোষণায় ওয়েঙ্গার বলেছেন, ‘ঐতিহাসিক এই ক্লাবটির হয়ে অনেকগুলো স্মরণীয় বছর কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। পূর্ণ নিবেদন এবং দায়বদ্ধতা নিয়েই আমি ক্লাবটির কোচিং করিয়েছি। সব আর্সেনালপ্রেমীদের প্রতি আমার অনুরোধ, ক্লাবটির মূল্যবোধ ধরে রাখবেন।’

মৌসুম শেষে আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার!

দলকে লিগ শিরোপা এনে দিতে না পারায় গত কয়েক মৌসুম ধরেই কোচ ওয়েঙ্গারের ছাটাইয়ের দাবি তোলে আর্সেনালের সমর্থকেরা। সব সমর্থকই অবশ্য নয়। তবে সাফল্য পিপাসু কতিপয় সমর্থক সরাসরিই ওয়েঙ্গারের ছাটাইয়ের দাবি তুলেন। গত মৌসুমে সেই দাবি আরও জোরালো। কারণ, লিগ শিরোপা জয় দূরের কথা, পঞ্চম হয়ে লিগ শেষ করায় আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতাই হারিয়ে ফেলে। ফলে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি আর্সেনাল। ওয়েঙ্গারের ২২ বছরের জামানায় আর্সেনালকে এই তিক্ত অভিজ্ঞতারে স্বাদ পেতে হয়েছে এবারই প্রথম।

ব্যর্থতার সেই বৃত্ত ছিঁড়ে বেরিয়ে আসতে হলে চিত্রটা পাল্টেও যেতে পারত। কিন্তু কোচ ওয়েঙ্গার এবারও দলকে আলোর পথে ফেরাতে পারেননি। বরং এবার লিগে ফলটা আরও বেশি খারাপ! গত মৌসুমে পঞ্চম হওয়া আর্সেনাল এ মৌসুমে আছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে।

চ্যাম্পিয়ন্স লিগের স্পট চতুর্থ স্থানে থাকা টটেনহামের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। লিগে আর্সেনালের আর মাত্র ৫টি ম্যাচ বাকি। কাজেই এবারও লিগ পয়েন্টের ভিত্তিতে আর্সেনাল যে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারছে না সেটা নিশ্চিত।

আবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরার জন্য আর্সেনালের সামনে এখন একটা দরজাই খোলা। জিততে হবে ইউরোপা লিগের শিরোপা। সেমিফাইনেোল জায়গা করে নেওয়া ওয়েঙ্গারের আর্সেনাল তা পারবে কিনা বলবে সময়। তবে তার আগেই ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার বাজিয়ে দিলেন নিজের বিদায়ের রাগিনী।

মৌসুম শেষে আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার!

১৯৯৬ সালে যখন আর্সেনালের কোচের দায়িত্ব নেন, ওয়েঙ্গার তখন ৪৬ বছরের ‘যুবক’! বয়স হলেও চেহারা, কথা-বার্তা, চলনেবলনে ছিল টগবগে ‘তারুণ্যে’র ঝিলিক। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বছরেই আর্সেনাল সমর্থকদের মুখে লিগ শিরোপার হাসি ফোটান ওয়েঙ্গার। এরপরে একের এক শিরোপা সাফল্যে জয় করে নেন আর্সেনাল সমর্থকসহ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন।

সিমর্থকরা ছাটাইয়ের দাবি তুললেও ক্লাবের মালিকপক্ষ সব সময়ই আস্থা রেখেছেন ওয়েঙ্গারের উপর। তাদের আস্থা রাখার কারণও ছিল। ইউরোপের অন্য নামাদামী ক্লাবগুলোর কোচদের মতো ওয়েঙ্গার কখনোই তারকা খেলোয়াড়ের পেছনে ছুটেননি। শিরোপার লক্ষ্যে কাড়ি কাড়ি টাকা ঢেলে দলে তারার মেলা বসাননি।

তিনি বরং কম দামে আনকোরা খেলোয়াড়দের কিনে এনে লালনপালন করে বড় করেছেন। একজন শিক্ষক যেমন একজন শিশুকে ‘ছাত্র’ বানান! পরে সেই খেলোয়াড়টিই তারকাখ্যাতি পেলে তাকে বিক্রি করে দিয়ে ক্লাবের তহবিল ভরে দিয়েছেন। লাভের সেই টাকা গুণে মালিকপক্ষ সন্তুষ্ট থাকলেও সমর্থকদের মন ভরেনি। ক্লাবের আর্থিক লাভ নয়, সমর্থকদের একমাত্র চাওয়া শিরোপা।

সেখানটাতেই ব্যর্থ ওয়েঙ্গার। ২০০৩-০৪ মৌসুমের দলকে কখনোই লিগ শিরোপা জেতাতে পারেননি। আর্সেনাল সমর্থকের বুঝতে না চাইলেও ওয়েঙ্গার কতটা উঁচু মানের কোচ, সারা দুনিয়ার ফুটবলপ্রেমীরা জানে। দীর্ঘ ২২ বছর একটা ক্লাবের কোচের দায়িত্ব পালনও তার সামর্থের স্বাক্ষ্যই দেয়। অনেকের মতেই বর্তমান বিশ্বের সেরা কোচদের একজন ওয়েঙ্গার। কোচের বাইরেও তিনি আসলে একজন দক্ষ শিক্ষক। যিনি জিরোকে হিরো বানাতে পারেন।

মৌসুম শেষে আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার!

দায়িত্ব নেওয়ার প্রথম ৯ বছরেই দলকে জেতান ৪টি লিগ ও ৫টি এফএ কাপ শিরোপা। এফএ কাপে ওয়েঙ্গারের কারিশমার প্রদর্শন এখনো চলছে। ২০১৩-১৪, ২০১৪-১৫ মৌসুমের পর গত মৌসুমেও এফএ কাপ শিরোপা জিতেছে আর্সেনাল। কিন্তু শুধু এফএ কাপ শিরোপা দিয়ে আর্সেনালের সাফল্যবুভুক্ষ সমর্থকদের মন ভরাতে পারেননি ওয়েঙ্গার। সমর্থকদের দাবির প্রতি সম্মান রেখে নিজে থেকেই তাই সরে যাওয়ার পাকা সিদ্ধান্ত নিয়েছেন।

আর্সেনাল ছাড়ছেন, তার মানে এই নয় যে তিনি অবসর নিচ্ছেন। এখনই অবসর নেওয়ার ইচ্ছা নেই তার। বরং আরও কয়েকটি বছর কোচিং করিয়ে যাওয়ার ইচ্ছাই নিখাঁদ ভদ্রলোক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করা ওয়েঙ্গার। তবে আর্সেনাল ছেড়ে নতুন কোন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন, সেটা এখনো নিশ্চিত নয়। সময় যেহেতু আছে, একটা না একটা ঠিকানা ঠিকই করে নিতে পারবেন ওয়েঙ্গার।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত