![কাপাসিয়ায় একই স্থানে কৃষকলীগ-ছাত্রলীগের সমাবেশ: ১৪৪ ধারা জারি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/abnews-24.bbbbbbbbbb_136113.jpg)
গাজীপুর, ২০ এপ্রিল এবিনিউজ : গাজীপুরের কাপাসিয়ায় একই স্থানে একই সময়ে কৃষকলীগ ও ছাত্রলীগ সমাবেশ আহবান করায় আজ শুক্রবার স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। স্থানীয়রা জানান, স্থানীয় কৃষক লীগ এবং ছাত্রলীগ কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় সমাবেশ আহবান করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উদ্বুদ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ওই বিদ্যালয় এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে দেয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উপজেলার কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপ সমাবেশ আহবান করে। এলাকায় শান্তি শৃংখলা রক্ষা ও যে কোন প্রাকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা