![আদমদীঘিতে পরকিয়ার বলি প্রধান শিক্ষক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/abnews-24.bbbbbbbbbbb_136117.jpg)
আদমদীঘি (বগুড়া) ২০ এপ্রিল এবিনিউজ : বগুড়ার আদমদীঘিতে পরকিয়ায় বলি হলেন ডুমুরীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ । গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরী গ্রামের আব্দুর রশিদ কে শ্বাসরোধে হত্যা করে তার গোপনাঙ্গ কেটে হত্যা নিশ্চিত করে বাড়ীর পার্শ্বে একটি বাগানে ফেলে দেয় হত্যাকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় জিজ্ঞসাবাদের জন্য পুলিশ একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে আটক করেন।
স্থানীয়রা জানায়, আদমদীঘির ডুমুরীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ(৪৬) শিক্ষকতার পাশাপাশি মাছচাষের ব্যবসা করে আসছিল। পুকুরে চাষ করা মাছের খাদ্য প্রতিদিন দিয়ে আসতেন। প্রধান শিক্ষক প্রতিদিনের মত গত বৃহস্পতিবার রাত আট টার দিকে পুকুরে মাছের খাবার দিতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
আজ শুক্রবার সকালে গ্রামবাসী ওই পুকুরের কিছু দুরে আটক ব্যাক্তি বাড়ির পশ্চিম পার্শ্বে একটি বাগানে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল শুক্রবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। নিহত রশিদের ভায়রা রেজাউল ইসলাম বলেন, পুকুর পাশের বাড়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী আফরোজা বেগমের সাথে গত ৩/৪ বছর পূর্বে থেকে পরকিয়া জড়িয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে পরকিয়া চলার সময় প্রায় বছর খানেক পুর্বে পাড়া-প্রতিবেশীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। এ নিয়ে গ্রাম্য শালিসে ওই শিক্ষকের জরিমানা করেন।
এর জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে তিনি দাবী করেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন, প্রধান শিক্ষককে শ্বাসরোধে হত্যা করে তার ধারালো অস্ত্র দ্বারা মুখমন্ডলে কুপিয়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা নিশ্চিত করে বাগানে ফেলে রাখে।
এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্য আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান, এই খুনের ঘটনা পরকিয়ায় ঘটতে পারে বলে জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছিল।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা