![আদমদীঘিতে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/abnews-24.bbbbbbbbbbbb_136118.jpg)
আদমদীঘি (বগুড়া) ২০ এপ্রিল এবিনিউজ : বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুশাবাড়িস্থ অনুষ্ঠিত কর্মী সভায় ইউপি সদস্য ওমর আলীর সভাপতিত্বে ও কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সিরাজুল ইসলাম রাজু, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-এলাহী কাজল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খাঁন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শামসুল রহমান শাম, এসএম বেলাল হোসেন, আব্দুল হক আবু, আওয়ামীলীগ নেতা শামিমূল হক খন্দকার, বাদশা, ওবাইদুর রহমান শফি, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএম জাহিদুল বারী, প্রমূখ।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা