বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম, ২০ এপ্রিল, এবিনিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় নয়ন নামে এক মোটর সাইকেল আরোহী।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর দেড়টার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় নয়ন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এ এসআই আলাউদ্দিন তালুকদার তথ্য নিশ্চিত করে জানান, সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এসকন নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোটর সাইকেল আরোহী নয়ন। বিকেল ৩টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নয়ন সীতাকুন্ড ডিগ্রী কলেজের শিক্ষার্থী। সে উপজেলা বাড়বকুন্ড ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানিয়েছেন আলাউদ্দিন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত