![ডিমলায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কার্যক্রম শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/dimla_abnews_136121.jpg)
ডিমলা (নীলফামারী), ২০ এপ্রিল, এবিনিউজ : ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত মুক্তিযুদ্ধের স্বপ্নলক্ষ্য, বাস্তবায়ন এবং ইতিহাসকে সংরক্ষণ বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করবার প্রত্যাশায় গঠিত একাত্তরের সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রী কমিটি সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধন লাভ করেছেন।
দেশের সকল জেলা, উপজেলায় এ সংগঠনের কমিটি গঠনের কার্যক্রম চলছে। সম্প্রতি ডিমলা উপজেলার এ সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রী কমিটির প্রচার সম্পাদক আব্দুল খালেক ছিলেন।
তিনি বলেন, ২০০১ সালের ৭ মার্চ আমাদের এ কমিটির যাত্রা শুরু করে এবং ২০১৭ সালে জামুকা কর্তৃক নিবন্ধন লাভ করেন, যাহার নং- ২৩৯/১৭ ইং। এ কমিটির কেন্দ্রী সভাপতি- মোহাম্মদ আলী ও সম্পাদক মোঃ মোস্তফা ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।
প্রচার সম্পাদক বলেন, আমরা সারা দেশের জেলা, উপজেলায় সহযোগি মুক্তিযোদ্ধা সংগঠন গড়ে তুলবো এর মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য, স্বপ্ন এবং চেতনা বাস্তবায়নে আমরা সহযোগি মুক্তিযোদ্ধারা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবই।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবলু রহমান, শ্রী সুকুমার চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, আছফর আলী, আজিজুল ইসলাম ও ডিমলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মো. বাদশা সেকেন্দার ভুট্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক বাবু নিরঞ্জন দে প্রমুখ।
এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/এমসি