![হোসেনপুরে গরু চোর গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/abnews-24.bbbbbbbbbbbbb_136122.jpg)
হোসেনপুর (কিশোগঞ্জ), ২০ এপ্রিল এবিনিউজ : হোসেনপুর গরুসহ মো:শফিকুল ইসলাম (৩৫) এক ব্যক্তিকে এলাকাবাসী হাতে-নাতে ধরে গণপিঠুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার চরপিতলগঞ্জ এলাকা থেকে রাত ৩টার দিকে সাহেবের চর গ্রামের ছন্দু মিয়া (৩৬) এলাকাবাসির সহযোগিতায় হাতেনাতে ধরে ফেলে।
পরে আজ শুক্রবার সকালে হোসেনপুর থানার এএসআই জাহাঙ্গীর আলম জনতার রোষানল থেকে শফিকুলকে গরু সহ থানায় নিয়ে আসে। পরে গরুর মালিক গফরগাঁও উপজেলার নয়াপাড়া গ্রামের মো:আবদুল বারিক বাদী হয়ে হোসেনপুর থানায় চুরির মামলা দায়ের করলে আসামী শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
এ দিকে গরু সহ চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে শত শত গরু চুরি হয়ে যাওয়া গরুর মালিকগণ ছুটে আসেন। এ রকম গরুর মালিকগণ সাংবাদিকদের জানায় গরু চুরি হলেও থানায় আসলে পুলিশ চুরির অভিযোগ না নিয়ে খোঁজাখুজির কথা বলে ফেরত পাঠিয়ে দেয়,
এতে এলাকায় গরু চুরির হিরিক পড়ে। চুরি যাওয়া গরুর মালিকদের মধ্যে চর পিতলগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ৩টি গরু,আমিনুল ইসলামের ১টি, হবি মিয়া ১টি আবদুল হাইয়ের ২টি, গড়মাছুয়া গ্রামের কৃষক ছন্দু খার ১টি, পদুর গাথি গ্রামের লিটন মিয়ার ১টি, আবদুল কাদিরের ১টি, জুয়েল মিয়ার ২টি ষাড় গরু, হলিমা গ্রামের আবদুল্লাহর ৩টি তারাপাশা গ্রামের বিল্লাল মিয়ার ৩টি,তাঁর ভাই হেলাল মিয়ার ১টি, গফরগাঁও উপজেলার উস্তী ইউনিয়নের কলুর গাঁও গ্রামের সুমন মিয়া ৩টি গরু সহ শতাধিক কৃষক তাঁদের গরু চুরি হয়ে গেলেও না পাওয়ার অভিযোগ করেন।
গরু চোর শফিকুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ এ পেশায় নিয়োজিত থাকার কথা স্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার চিহিৃত গরু চোর ও ডাকাতি মামলায় কারা বরণ করে জামিনে মুক্ত গড়মাছুয়া গ্রামের আবদুর রশিদ ডাকাত,সাহেবের চর গ্রামের সাবেক ইউনিয়ন পরিযদের সদস্য সাইদ ডাকাত ও চর বিশ্বনাথের ভুলু মিয়ার সহায়তায় সে দীর্ঘ দিন যাবৎ গরু চুরি করে আসছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হোসেন জানায়; এ চক্রের সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা