শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তালায় সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

তালায় সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

তালায় সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

তালা (সাতক্ষীরা), ২০ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরার তালার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ বাজার-হরিতলা সড়কের বালিয়াদহ বাজার এলাকার রাস্তার জায়গা দখল করে ৫টি পাকা দোকান ঘর নির্মাণ করেছেন একই এলাকার মৃত মখম গোলদারের ছেলে নাসির গোলদার।

এলাকাবাসীর অভিযোগ তিনি কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি বা বন্দোবস্ত না নিয়েই ঐ দোকান ঘর গুলি নির্মাণ করেছেন।

অভিযোগে প্রকাশ, নাসির গোলদার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ বাজার-হরিতলা সড়কের বালিয়া বাজারের ক্লিনিক সংলগ্ন পানি সরবরাহের ড্রেণের উপর জায়গা দখল করে সম্প্রতি তিনি ৫টি ইটের তৈরী পাকা দোকান ঘর নির্মাণ করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হওয়ায় স্থানীয় একটি মহল ঘটনাটিকে পুঁজি করে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

এদিকে প্রকাশ্য দিবালোকে সরকারি রাস্তার জায়গা দখল করে পাঁচ পাঁচটি দোকাণ নির্মাণের ঘটনায় এক অজ্ঞাত কারণে কতৃপক্ষের কেউ তাকে কোনো প্রকার বাঁধা দেয়নি। ধারণা করা হচ্ছে,সকলকে ম্যানেজ করেই তিনি দোকানগুলি নির্মাণ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথের নিকট জানতে চাইলে তিনি এপ্রতিনিধিকে জানান, তিনি কাউকে সরকারি কোনো জায়গার উপর কোনো প্রকার ঘর নির্মাণের অনুমতি দেননি। যদি কেউ এমনটি করে থাকে অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে খলিশখালী ভূমি অফিসের তহশীলদার অসীম হালদার বলেন, তার সহকারী পাঠিয়ে ছিলাম কিন্তু কি হয়েছে তিনি কিছুই জানেননা।

এদিকে দখলদার নাসির গোলদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দোকানের কিছু জায়গা সরকারি অংশে পড়ে গেছে।

এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত