সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় আলোকবর্তিকার ভূমিকা রাখছে’
সামশুল হক চৌধুরী এমপি

‘পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় আলোকবর্তিকার ভূমিকা রাখছে’

‘পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় আলোকবর্তিকার ভূমিকা রাখছে’

পটিয়া (চট্টগ্রাম), ২০ এপ্রিল, এবিনিউজ : পটিয়া থেকে দু-দুবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক গণশিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, শুধু পটিয়া নয়, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে ১৭৩ বছর ধরে এ অঞ্চলে আলোকবর্তিকার ভূমিকা পালন করে যাচ্ছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। ইতিহাস ঐতিহ্য ও গৌরবে আজ এ বিদ্যালয়টি বটবৃক্ষে পরিণত হয়েছে। যুগে যুগে জন্ম দিয়েছে অনেক সূর্য সন্তানের। যারা দেশের সর্বোচ্চ পর্যায়ে আলো ছড়াচ্ছে।

তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়ার প্রাণকেন্দ্রের ১৭৩ বছরের পুরোনো এ বিদ্যাপীঠের জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী সদস্য নুর আলম সিদ্দিকী, অভিভাবক সদস্য হাজী নজরুল ইসলাম, মো. সোলায়মান বাদল, অলক দাশ, আনোয়ার হোসেন, দাতা সদস্য মৃদুল দেব, শিক্ষক কৃষ্ণা মহাজন, চন্দন কান্তি নাথ, লিটন চৌধুরী, সুনীল কুমার বড়–য়া প্রমুখ।

এতে প্রধান অতিথি এ বিদ্যালয়কে সরকারিকরণে বক্তাদের দাবির প্রেক্ষিতে বলেন, ২শ বছরের কাছাকাছি এ বিদ্যাপীঠের গৌরবময় ইতিহাস রয়েছে। তিনি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল সফল শিক্ষার্থীরা চাইলে সম্মিলিত প্রয়াসে এক্ষেত্রে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এছাড়াও তিনি এ বিদ্যালয়ের জন্য ৬ তলা বিশিষ্ট একটি ভবনের কাজ শীঘ্রই শুরু করার বিষয়ে তথ্য তুলে ধরে বলেন, শুধু ভবন থাকলে হবে না। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এ বিদ্যালয়ের পূর্বের কাঁচা ভবনের কথা তুলে ধরে বলেন, তখন লেখাপড়া ছিল পাকা, আজ কিন্তু সেই ধরণের শিক্ষা নেই। তাই বেরিয়ে আসছে না কালজয়ী শিক্ষার্থী। তিনি এ বিদ্যাপীঠের জন্য শেখ রাসেল কম্পিউটার ল্যাব করে দেওয়ার আশ্বাস দেন। বর্তমানে কম্পিউটার ল্যাবসহ বাথরুমের উন্নয়নে তার পক্ষ থেকে আড়াই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত