![সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলার শিকার আনসার ও ভিডিপি কর্মকর্তা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/sirajgoang_abnews24 copy_136126.jpg)
সিরাজগঞ্জ, ২০ এপ্রিল এবিনিউজ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামে প্রতিপক্ষের হামলা ও মারপিটের শিকার হয়েছেন নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী জেলা কমানড্যান্ট (আনসার ও ভিডিপি) বিসিএস শরিফুল ইসলাম (২৮)।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই গ্রামের একটি মনোহারী দোকানের সামনে এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তা বর্তমানে সিরাজগঞ্জ সদরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন আজ বিকেলে জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকলেও শঙ্কামুক্ত রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সহকারী জেলা কমানড্যান্ট (আনসার ও ভিডিপি) শরিফুল ইসলাম জানান, প্রতিপক্ষরা একদিকে বর্রর বিএনপি ও জামায়াত সমর্থক, তারা চান না এলাকার যুবসমাজ সুস্থ্য ধারার রাজনীতিতে জীবন-যাপন করুক। ন্যায়ের পথে চলাচলের পরামর্শ দেয়াটাই এ হামলার অন্যতম কারন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার রাতেই ভিকটিমের পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে একই গ্রামের মোস্তাফিজুর রহমান সম্পদসহ ৪ জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেন। বাদী ও তার ছেলেরা সরকারী দলের সমর্থক এবং প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত সমর্থক হওয়ায় পূর্বশত্রুতার জের হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা