বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিংড়ায় ভুট্টা ফসলের প্রদর্শনীর মাঠ দিবস

সিংড়ায় ভুট্টা ফসলের প্রদর্শনীর মাঠ দিবস

সিংড়া (নাটোর), ২০ এপ্রিল, এবিনিউজ : নাটোরের সিংড়ায় রবি ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভুট্টা ফসলের (কোহিনুর জাত) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী আঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নাটোর জেলার উপ পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।

বক্তারা ভুট্টার বিভিন্ন জাত ও ভুট্টার অধিক ফলন পেতে কৃষকদের করণীয় দিক সম্পর্কে আলোচনা করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত