![দুপচাঁচিয়ায় কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/rally_abnews_136135.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ২০ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালি বের হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবু তাহের রানার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সজলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়াদ্দার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহ সভাপতি আমিনুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, সাবেক জেলা আ.লীগ সদস্য আনোয়ার হোসেন, পৌর আ.লীগ সভাপতি আব্দুর রাজ্জাক।
আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, আব্দুস ছালাম, তালোড়া পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক হেলালুজ্জামান প্রমুখ।
পরে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি