![৩১ দিন পর অপহৃত দুই ইউপিডিএফ নেত্রী উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/updf_136136.jpg)
রাঙ্গামাটি, ২০ এপ্রিল, এবিনিউজ : অপহরণের একমাস একদিন পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুধাসিন্ধু খীসা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন-লারমা) এলাকা হিসেবে পরিচিত খাগড়াছড়ি সদরের মধুপুর এপিবিএন গেট এলাকায় অপহরণকারীদের হাত থেকে তারা মুক্তি পান বলে জানিয়েছেন স্বজনেরা।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাবা-মার সাথে তারা পরে বাড়ি ফিরেন।
এর মধ্যে মন্টি চাকমা হিল উইমেন্স কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী। আর দয়া সোনা চাকমা রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটির কাউখালী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
এর আগে, গত ১৮ মার্চ রাঙ্গামাটির কুতুকছড়ি থেকে মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দয়া সোনা চাকমার বাবা বৃষধন চাকমা বাদী হয়ে ২১ মার্চ রাঙ্গামাটির কোতোয়ালি থানায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
এ ঘটনায় অভিযোগের তীর যার দিকে সেই ব্যক্তি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা বলেন, দুই নেত্রী উদ্ধারে প্রমাণিত হয়েছে যে আমরা এ ঘটনার সাথে জড়িত নয়। একই সাথে জেএসএস-এমএন লারমার নেতা শক্তিমান চাকমা ও আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি।
তিনি বলেন, অপহরণকারী যেহেতু তাদের মুক্তি দিয়েছে। সেখানে নানান শর্ত থাকতেই পারে। এ বিষয়ে যারা অপহরণ করেছে তারা ও অপহৃত মন্টি-দয়ার পরিবারই ভালো বলতে পারবে।
তবে রাঙ্গামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, আমরা দুই নেত্রীর খোঁজখবর নিয়েছি, তারা পরিবারের সাথেই আছে। আমরা তাদের সাথে দেখা করার চেষ্টা করবো।
এবিএন/জনি/জসিম/জেডি