
জামালপুর, ২০ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের বকুলতলায় ১৪ শয্যার ইমদাদ-সিতারা কিডনি ডায়ালাইসিস সেন্টার এর যাত্রা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।
পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঢাকাস্থ জামালপুর সমিতি ও সোনার বাংলা ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রখ্যাত দানবীর-শিল্পপতি ও ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি আলহাজ হাসান মাহমুদ রাজা মিয়া এতে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক আহমেদ কবির এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সভাপতি এড.বাকিবিল্লাহ, পৌরমেয়র মির্জা সাখাওয়াতুল মনি, জেলা বার সমিতির সভাপতি এ্যাড. আমানুল্লাহ আকাশ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র এ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান, মহাসচিব শেখ মো. শফিকুল ইসলাম, শিল্পপতি-দানবীর ইঞ্জিনিয়ার আলহাজ মোজাফফর হোসেন, সিভিল সার্জন ডা. গৌতম রায় ও প্রফেসর ড. শাহীনা সোবহান মিতু প্রমুখ।
বক্তারা বলেন, এখন থেকে কিডনি রোগিদের ঢাকাসহ দেশ-বিদেশে যেতে হবে না। র
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি