![আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/hospital_abnews_136149.jpg)
ফরিদপুর, ২০ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায়।
নিহত শ্রমিকরা বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদ্দ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে খনন করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নিচে নামে। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নিচে নামে। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস যখন দুই শ্রমিককে উদ্ধিার করে তখন আলম জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ উভয়কেই মৃত ঘোষণা করেন।
ডা. মারনুশ বলেন, এক মাস পূর্বে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি