বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে ক্রীড়া চর্চার প্রয়োজন’
এমপি হাবিবর রহমান

‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে ক্রীড়া চর্চার প্রয়োজন’

‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে ক্রীড়া চর্চার প্রয়োজন’

ধুনট (বগুড়া), ২০ এপ্রিল, এবিনিউজ : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, মাদক ও জঙ্গিবাদ সমাজের একটি ভয়ংকর ব্যাধি। তাই মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে বেশি করে ক্রীড়া চর্চা প্রয়োজন।

আজ শুক্রবার সন্ধায় বগুড়ার ধুনটে মাটিকোড়া-উল্লাপাড়া ইউএমসি ক্লাবের আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুটবল টূর্ণামেন্টের সভাপতি ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক রাশেদ আল আমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি রেজাউল কেিরম দুলাল, যুগ্ম-সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।

আরো বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, ফুটবল টূর্ণামেন্টের সাধারণ সম্পাদক মইনুল হাসান লিমন প্রমুখ।

উল্লেখ্য, ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় শেরপুরের বিনোতপুর ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে ধুনটের নাটাবাড়ী ফুটবল একাদশ বিজয়ী হয়।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত