শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ আটক ৫৮

নড়াইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ আটক ৫৮

নড়াইল, ২০ এপ্রিল, এবিনিউজ : নড়াইলের নড়াগাতিতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতাসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠকের অভিযোগে শুক্রবার বিকেলে নড়াগাতির থানার খাশিয়াল গ্রামে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা মাজেদুর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। তবে এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম পালিয়ে গেছেন বলে জানা গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতে গোপন বৈঠক চলাকালে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত