বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে কবি বেলাল চৌধুরী

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে কবি বেলাল চৌধুরী

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে কবি বেলাল চৌধুরী

ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : বর্তমান সময়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। রাজধানী ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন।

আজ শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে। কবি বেলাল চৌধুরী ট্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সাংবাদিকদের বলেন, দীর্ঘ চার মাস ধরেই বেলাল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

পরে শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার যে অবস্থা সেখান থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি পরিবারের পক্ষ থেকে বেলাল চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত 'ভারত বিচিত্রা'র সম্পাদক। সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে, ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’, ‘বত্রিশ নম্বর’।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত