![রাজধানীতে ট্রাকের ধাক্কায় সেবিকা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/road-accident@abnews24_136172.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর ধানমন্ডি এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক সেবিকা নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ধানমন্ডির শেখ জামাল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় রোজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. জামাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় পরিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। মগবাজার ইস্কাটনে একটি ক্লিনিকের সেবিকা হিসেবে কাজ করতেন তার স্ত্রী মাসুদা আক্তার।
পুলিশের ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ মিরাজ উদ্দীন বলেন, মাসুদা এক আত্মীয়কে রিকশায় করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম