বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নওগাঁয় ঈদগাহের মিনার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু! আহত ১

নওগাঁয় ঈদগাহের মিনার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু! আহত ১

নওগাঁয় ঈদগাহের মিনার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু! আহত ১

সাপাহার (নওগাঁ), ২১ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর পত্নীতলায় ঈদগাহের মিনার ভেঙ্গে গয়ের আলী ওরফে ফারুক হোসেন (৬০) নামের এক কর্মসৃজনের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শ্রমিক উপজেলার অর্জনপুর (ভাবুক) গ্রামের মৃত আজগর আলীর পুত্র বলে জানা গেছে। উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহ মেরামতের সময় এ দূর্ঘটনা ঘটে।

এ সময় আরতী (৪৫) নামের অপর কর্মসৃজন শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল ৮ টায় ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে প্রায় ৪০ দিনের কর্মসৃজনের ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাৎ ঈদ গাহের মিনার ভেঙ্গে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর উপর পড়ে।

তাৎক্ষনিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও গয়ের আলী সেখানে মারা যায়। সেখান থেকে আরতীকে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন সহ নিহত/আহত পরিবারের মাঝে ইউপি পরিষদ থেকে সহযোগীতার আশ্বাষ দিয়েছেন।

এবিএন/নয়ন বাবু/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত