জামালপুর, ২১ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের ইসলামপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের পাটনি পাড়া মোড়ে ইসলামপুর সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে সিজে নিউজ বিডি.কম সম্পাদক ও মোহনা টিভি’র জেলা প্রতিনিধি ওসমান হারুনীকে সভাপতি ও দৈনিক আমাদের সময় ইসলামপুর ও ই-নিউজ৭১ডটকম জেলা প্রতিনিধি সাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন (দৈনিক আমার বার্তা), সহ-সভাপতি মোতালেব হোসেন (সিজে নিউজ বিডি.কম), সহ-সভাপতি রেজাউল হক (দৈনিক সন্ধান বার্তা.কম), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া (দৈনিক বর্তমান/মোহনা সংবাদ), সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া (দৈনিক নব প্রাণ), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান (সময় সংবাদ)।
আরো রয়েছেন অর্থ সম্পাদক লিখন মিয়া (দৈনিক নবতান/টপ নিউজ২৪.কম), তথ্য গবেষণা সম্পাদক এসএম নুরুজ্জামান (জামালপুর চিত্র.কম), প্রচার ও দপ্তর সম্পাদক হাসর আলী (পল্লীর আলো), কার্যকরী সদস্য রবিউল আওয়াল খোকন (জামালপুর দিনকাল) ও সদস্য সুলতান মাহমুদ লিটন (দৈনিক সরে জমিন)।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি