ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ২১ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলা বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে গিয়ে সুজন (সাধু) নামের একজন মিটার রিডিং ম্যান নিহত হয়েছে বলে জানা যায়।
নিহত সুজন উপজেলার অাছিম বাজার অফিসে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলায় বলেন জানান ডেপুটি জেনারেল ম্যানেজার এম এম অাবুল কালাম অাজাদ।
তিনি বলেন, মিটার রিডিং ম্যান হয়ে তিনি অান অফিসিয়ালভাবে তিনি বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়েছিল।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি