বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ে জনঅবহিতকরণ সভা

উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ে জনঅবহিতকরণ সভা

উলিপুর (কুড়িগ্রাম), ২১ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (গ.প্র.প্র) ড. মো. আ. হাকিম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সিনিয়র সভাপতি সোলায়মান সরদার বাদশা, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাধ পান্ডে গবা।

আরো বক্তব্য রাখেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি পরিমল মজুমদার, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়েয়র প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, উলিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত