![উলিপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/sova_abenws_136212.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২১ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঠুটাপাইকড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ মো. জাফর আলী।
ঠুটাপাইকড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, অধ্যক্ষ আহসান হাবীব রানা, অধ্যাপক এমএ মতিন, আব্দুল মান্নান সরদার, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।
দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার, নাজিমখাঁন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি