![শ্রীমঙ্গলে অর্কিড সংরক্ষণ ও চিহ্নিতকরণে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/sova_abnews_136213.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলে অর্কিড সংরক্ষণ ও চিহ্নিতকরণে মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অর্কিড সোসাইটি অব বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় অর্কিড সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসিম ইকবাল বলেন, ঝড়, বৃষ্টি, পুরনো গাছ কেটে ফেলা প্রভৃতি কারনে অর্কিড ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর এবং শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ও চাউতলী বনে অর্কিড দেখা ও পাওয়া যায।
এ স্থানগুলোকে চিহ্নিত করে দেখভাল করার ব্যবস্থা গ্রহণ করলে দেশে দেশীয় অর্কিড সংরক্ষণ করা যাবে। তিনি বলেন, বন বিভাগ যদি দেশীয় অর্কিড রক্ষায় এগিয়ে আসেন বা প্রকল্প হাতে নেন তবে দেশীয় অর্কিড রক্ষা সহজতর হবে।
অর্কিড সোসাইটি অব বাংলাদেশের মেম্বার ডা. ফয়জা এলা কামাল বলেন, আগে অর্কিড সোসাইটি প্রতিবছর অর্কিড শো আয়োজন করত। এ ‘শো’ আগে দুবার আয়োজন করা হলেও সংগ্রহ করা সম্ভব না বিধায় এই শো বন্ধ করা হয়েছে।
অর্কিড সোসাইটি অব বাংলাদেশের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৩ দিন শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চাউলী বনে অর্কিড চিহ্নিতকরণ ও সংরক্ষনে পরিদর্শনে আসেন। তাদের পরিদর্শনে লাউয়াছড়ায় ৪ প্রজাতির অর্কিডের দেখা মিলেছে বলে মতবিনিময় সভায় জানানো হয়। যদিও লাউয়াছড়ায় ২০ প্রজাতির অর্কিড আছে বলে বলা হয়ে থাকে।
অর্কিড সোসাইটি অব বাংলাদেশে মেম্বার আবু জাফর শামসউদ্দীন বলেন, এক সময় দেশে ৭৫০ প্রজাতির অর্কিড ছিল। বর্তমানে তাদের অনুসন্ধানে ১৩০ প্রজাতির অর্কিড আছে বলে মতবিনিময় সভায় জানান।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি