![মেঘনা নদীতে স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/dead_abnews_136219.jpg)
নরসিংদী, ২১ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর শ্রীনগরে মেঘনা নদীতে দুই স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মহিউদ্দিন সরকার (৩০) নামে একজন নিহত হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগরে এই দূর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন সরকার একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লহরী গ্রামের মোহাম্মদ আবু সামা সরকারের ছেলে।
করিমপুর নৌ পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঝড়ের পরপর নরসিংদী থেকে একটি স্পিডবোট ব্রাহ্মণবাড়িয়ার মরিচার দিকে যাচ্ছিল। স্পিডবোডটি করিমপুর ইউনিয়নের শ্রীনগরে পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় দুই স্পিডবোটে থাকা যাত্রীরা সাঁতরে উঠতে পারলেও মোহাম্মদ মহিউদ্দিন সরকার নামের ১ জন পানি থেকে তীরে উঠতে পারেনি।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসে। সেসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি