শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে চাঁদাবাজির কারণে অটো চলাচল বন্ধ: যাত্রী দুর্ভোগ চরমে

দুর্গাপুরে চাঁদাবাজির কারণে অটো চলাচল বন্ধ: যাত্রী দুর্ভোগ চরমে

দুর্গাপুরে চাঁদাবাজির কারণে অটো চলাচল বন্ধ: যাত্রী দুর্ভোগ চরমে

দুর্গাপুর (নেত্রকোন), ২১ এপ্রিল এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুর-নাজিরপুর রোডে নামধারী শ্রমিক সংগঠনের অতিরিক্ত চাঁদা দাবীর কারণে প্রায় ১বছর ধরে সরাসরি ইজিবাইক চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌচেছে।

এ বিষয়ে আজ শনিবার সরেজমিনে গিয়ে জানাগেছে, দুর্গাপুরের পাশ্ববর্তি কলমাকান্দা উপজেলার বড় একটি ইউনিয়ন নাজিরপুর। এখানকার পড়াশুনা, কেনাকাটা সহ সকল কিছুই দুর্গাপুরের সাথে সংযোগ। দুর্গাপুর থেকে নাজিরপুর যাওয়া ইজিবাইক চালকদের কাছ থেকে নামধারী শ্রমিক সংগঠনের নামে অরিরিক্ত চাঁদা দাবীর কারনে প্রায় ১বছর ধরে দুর্গাপুর-নাজিরপুর রোডে বন্ধ রয়েছে সরাসরি ইজিবাইক চলাচল।

দুর্গাপুর থেকে মধুয়াকোনা নামক স্থানে বাইক যাওয়ার পর বাইক বদল করে অন্য বাইক দিয়ে নাজিরপুর যাওয়ার কারনে যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয় প্রতিনিয়ত। অটোচালক মাইন উদ্দিন বলেন, দুর্গাপুর থেকে কোন অটো কলমাকান্দা যেতে গেলে কমপক্ষে ৪বার চাঁদা দিতে হয়। যে কারনে আমরা কলমাকান্দা ও নাজিরপুর যাই না।

ঘটনার সত্যতায় দুর্গাপুর ইউএনও মোঃ মামুনুর রশীদ এ প্রতিনিধিকে বলেন, আমি বেশ কয়েকবার বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেছি। আজ কালের মধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেস্টা করবো।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত