সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • পীরগঞ্জে বিদ্যালয় ম্যানিজিং কমিটিতে সরকারি চাকুরীজীবী নির্বাচিত
সরকারি প্রজ্ঞাপন অমান্য

পীরগঞ্জে বিদ্যালয় ম্যানিজিং কমিটিতে সরকারি চাকুরীজীবী নির্বাচিত

পীরগঞ্জে বিদ্যালয় ম্যানিজিং কমিটিতে সরকারি চাকুরীজীবী নির্বাচিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ২১ এপ্রিল এবিনিউজ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সরকারি প্রজ্ঞাপন অমান্য করে স্থানীয় প্রভাব খাটিয়ে দুই সরকারি চাকুরীজীবী নির্বাচনে অংশ নেয়। এদের মধ্যে দক্ষিণ বথপালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলেমান আলী সদস্য পদে ভোটে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী সাটিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।

এব্যাপারে শনিবার দুপুরে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওই দুই শিক্ষকের সদস্য পদ বাতিলের জন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক এর কাছে লিখিত অভিযোগ করেন। গত ১৮ এপ্রিল ২০১৮ইং তারিখে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯জন প্রার্থীর মধ্যে সোলেমান আলী ও সেলিম উদ্দীন সরকারি চাকুরীজীবি হয়েও তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এর স্মারক নং- প্রাশিঅ/ওএম/৯৪/বিদ্যা-ঢাকা/২০১১/৩৫/৬০০, তারিখ ৩০ জানুয়ারী ২০১৪ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন উল্লেখ থাকলেও ওই দুই শিক্ষক তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেয়।

এদের মধ্যে সোলেমান আলী বিজয়ী হয়েছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও সদস্য পদ থেকে বাতিল করার জন্য এলাকার সর্বস্তরের জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত