![গাইবান্ধায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bb_136223.jpg)
গাইবান্ধা, ২১ এপ্রিল এবিনিউজ: গাইবান্ধায় বিষপানে আত্মহত্যাকারী অজ্ঞাত মহিলার (৪৫) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ময়না তদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে রাস্তার পাশে গত ১৭ এপ্রিল এক মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ।
পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিয়ে পুলিশে খবর দেয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই মহিলা মারা যায়। পুলিশের ধারণা অজ্ঞাত ওই মহিলা বিষপান করেছিল।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা