বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পলাশবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে

পলাশবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধা, ২১ এপ্রিল এবিনিউজ: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলার পবনাপুর মহিলা কলেজের হলরুমে বিভিন্ন জটিল রোগসহ প্রাথমিক রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. শাহ্ মো.ইয়াকুব-উল-আজাদ।

এসময় গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোটবাবা, পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অত্রালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাড়-জোড়, পঙ্গু ও বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডাইরেক্টর ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদের নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. সায়াদ মিয়াসহ যশোর থেকে আগত ডাঃ শংকর মল্লিক ও ওয়াহেদুল ইসলাম ছাড়াও অন্যান্য চিকিৎসক ও কর্মচারী এসময় রোগীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ডা. শাহ্ মো. ইয়াকুব-উল-আজাদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে দীর্ঘদিন থেকে জনসাধরনের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান ছাড়াও গণসংযোগ ও উঠান বৈঠক করে আসছেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত