শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

সিরাজগঞ্জে বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

সিরাজগঞ্জে বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

সিরাজগঞ্জ, ২১ এপ্রিল এবিনিউজ: বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই সহ¯্রাধীক শিক্ষার্থী। সেই সাথে জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বনায়নের প্রত্যয় ব্যক্ত করে তারা।

আজ শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়হর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ বাদশাহ।

এ অনুষ্ঠান শেষে আলোকিত উল্লাপাড়ার উপদেষ্টা সেলিম রেজা, নিউ লাইট জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাজিরুল বাশার ও ব্যাংকার আবুল হোসেনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত