![সিংড়ায় বিজ্ঞাপন প্রচারে গাছই ভরসা: পরিবেশবাদীদের ক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bbbbbbb_136230.jpg)
সিংড়া (নাটোর), ২১ এপ্রিল এবিনিউজ: নাটোরের সিংড়া উপজেলায় পরিবেশ বান্ধব গাছে গাছেই মিলছে ক্লিনিক,চিকিৎসক,কলেজ,বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, ব্যবসা-বানিজ্য প্রতিষ্ঠান ও নেতাদের শুভেচ্ছা বানী। উপজেলা ঘুড়ে দেখা যায়, বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন হাট বাজারের মোড় গাছগুলোর গাছে গাছে নির্মমভাবে পেরেক ঠুকিয়ে টানানো হয়েছে ছোট বড় হরেক মাপের ব্যানার-ফেস্টুন। ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা, নিষিদ্ধ কোচিং সেন্টার, বে-সরকারি স্কুল-কলেজ নিজেদের বিজ্ঞাপন প্রচারে এমন নির্দয়ভাবে গাছগুলো ক্ষত-বিক্ষত করে চলেছে প্রতিনিয়িত।
এরমধ্যে ক্লিনিক ও চিকিৎসকদের বিজ্ঞাপনের ব্যানার সবচেয়ে বেশি দেখা গেছে। দীর্ঘদিন ধরেই এ তৎপরতা চলছে। সম্প্রতি নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা বাজার হতে রনবাঘা বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তার দুধারে বিএনপি নেত্রীর মুক্তি চেয়ে পেরেকে টাঙানো সিংড়া পৌর বিএনপির নেতা দাউদার মাহমুদ এর ব্যানার দৃষ্টি কেড়েছে উপজেলা ও মহাসড়কটি দিয়ে যাতায়াতকারীদের। ছোট বড় গাছগুলোর লোহার পেরেকে টাঙানো ব্যানারগুলো বাতাসে দুলছে। নাটোর-বগুড়া মহাসড়ক ও উপজেলাব্যাপী গাছে গাছে এভাবে পেরেক মেরে ব্যানার টাঙানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সতেচন মহল ও পরিবেশবাদী সংগঠনগুলো।
চৌগ্রামের বাসিন্দা পরিবেশকর্মী রবিন খান জানান, গাছ মানুষের জন্য খুবই উপকারি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি হীন স্বার্থে গাছে গাছে পেরেক দিয়ে বিলবোর্ড ব্যানার টাঙাচ্ছে। এর ফলে অনেক গাছ মারা যাচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, নাটোর-বগুড়া মহাসড়কটি আমার ইউনিয়নের অভ্যন্তরে। সম্প্রতি নাটোর-বগুড়া মহাসড়ক ও ইউনিয়নের গাছে গাছে পেরেকে টাঙানো বিলবোর্ড ও ব্যানার নিয়ে চা স্টলগুলোতে আলোচনার বিষয়টি জেনেছি। অবৈধ এসব বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারনে পরিষদের পক্ষ থেকে কাজ শুরু করা হবে।
উপজেলা বন কর্মকর্তা মাহবুবুল আলম জানান, গাছে পেরেক মেরে সাইন বোর্ড লাগানো অবৈধ। এ বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে। ২-৩দিনের মধ্যে সাইন বোর্ডগুলো সরিয়ে না নিলে নোটিশ প্রদান করা হবে।
এ বিষয়ে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষন ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন দেয়। জীবনধারণের উপকারী বন্ধু গাছ রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। গাছে পেরেক ঠুকিয়ে ব্যানার-ফেস্টুন লাগানো হলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয়। তিনি পেরেক ঠুকিয়ে ব্যানার-ফেস্টুন লাগানো বন্ধের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুতই কর্মসূচি হাতে নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবী ও নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের আহবানে বিলবোর্ডগুলো বিভিন্ন ইউনিয়ন ও নেতাকর্মীদের টাঙানোর দায়িত্ব দেয়া হয়েছিল। যদি গাছে গাছে পেরেক মেরে বিলবোর্ডগুলো টাঙানো হয় তবে বিষয়টি ঠিক হয়নি। গাছে গাছে পেরেকে টাঙানো বিলবোর্ডগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার বলেন, গাছে পেরেক মেরে ব্যানার-ফেস্টুন বা বিজ্ঞাপন জাতীয় কোনকিছুই টাঙানো ঠিক নয়। গাছ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের জনসচেতনতা আরও বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে গাছ থেকে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন গাছ থেকে খুলে দিতে যা যা দরকার তা করা হবে বলে তিনি জানান।
এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা