![মতলবে ১০ মণ জাটকা উদ্ধার: আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/chadpur_abnews24 copy_136236.jpg)
চাঁদপুর, ২১ এপ্রিল এবিনিউজ: মতলব ফেরীঘাট হয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান থেকে ১০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। আজ ২১ এপ্রিল ভোর রাত্রে ফেরীঘাটের উপর দিয়ে যাওয়ার পথে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাটকাসহ পিকআপ ভ্যান ও ২ জেলেকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হচ্ছে- মো. আমির আলী (৩০) ও মো. বাসেদ আলী (৪৬)। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিল।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা