![আড়াইহাজারে টাকায় বিনিময়ে মাদক ব্যবসায়ী মুক্ত: এসআই ক্লোজড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bbbbbbbbbb_136237.jpg)
আড়াইহাজার (নারায়নগঞ্জ), ২১ এপ্রিল এবিনিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৬০ বোতল ফেনসিডিলসহ ফারুকসহ আরও দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই রাকিবকে ক্লোজড করা হয়েছে।
তিনি গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাত ৯টায় জেলা পুলিশ সুপার মইনুল হক তাকে পুলিশ লাইনে ক্লোজডের নির্দেশ দেন। আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯ এপ্রিল রাতে স্থানীয় বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় গাড়ী তল্লাশি করে ৪৬০ বোতল ফেনসিডিলসহ তিন ব্যাক্তিকে আটক করা হয়। পরে এক লাখ দশ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। পরে থানার ওসি এম এ হকসহ অন্যরা বিষয়টি দামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালান। এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয় তোলপাড়। খবর পেয়ে আড়াইহাজার থানায় ছুটে আসেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা (আলফা-২) নুরে আলম ছিদ্দিক। দিনভর নাটকের পর মাত্র ১৬০ বোতল ফেনসিডিল ও এক লাখ টাকা জব্দ তালিকায় দেখিয়ে কথিত তিন মাদক ব্যবসায়ীকে আসামি করে আলোচিত এসআই রাকিব নিজেই বাদী হয়ে একটি মামলা করেন।
এবিএন/এম.এ.হাকিম ভূঁইয়া/জসিম/তোহা